প্রথম ওভারেই নাসুমের আঘাত
প্রকাশিতঃ 4:18 pm | September 08, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ইনিংসের প্রথম ওভারেই নিউ জিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্রকে সাজঘরে ফিরিয়েছেন নাসুম আহমেদ। আউটসাইড অফে নাসুমের ঘূর্ণি বলে সুইপ করতে চেয়েছিলেন রবীন্দ্র। কিন্তু ঠিকঠাক ব্যাটে বল লাগাতে পারেননি। শর্ট ফাইন লেগ থেকে দারুণ ক্যাচ ধরেন সাইফউদ্দিন। এই ওভারে মেডেন দিয়েছেন নাসুম। রবীন্দ্র ফেরেন ০ রানে।
তৃতীয় টি-টোয়েন্টির মতো সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড। সর্বশেষ ম্যাচটি জিতে নেওয়ায় কিউইদের সামনে সমতা ফেরানোর সুযোগ। আর ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে সুযোগ সিরিজ নিশ্চিত করার।
সেই লক্ষ্যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজও একই একাদশ নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। নিউজিল্যান্ড একাদশে পরিবর্তন দুটি। জ্যাকব ডাফি ও স্কট কুগলেইনের বদলে ঢুকেছেন হামিশ ব্যানেট ও ব্লেয়ার টিকনার।
বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, হামিশ ব্যানেট ও ব্লেয়ার টিকনার।
কালের আলো/আরএস/এমএইচএস