কিউইদের সর্বনিম্ন রানে অল আউট করলো টাইগাররা

প্রকাশিতঃ 5:24 pm | September 01, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৬০ রানে গুঁড়িয়ে দিল টাইগাররা। জয়ে শুভ সূচনা করতে বাংলাদেশ দলকে করতে হবে মাত্র ৬১ রান।

সাকিব-নাসুমদের তোপে এবার টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে আরও একবার সর্বনিম্ন রানের লজ্জায় ডুবেছে নিউজিল্যান্ড। টম ল্যাথামের দল ১৬.৫ ওভারেই অলআউট হয়েছে ৬০ রানে। এটিই যৌথভাবে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন।

এর আগে এই ফরমেটে নিউজিল্যান্ডের সবচেয়ে কমে অলআউট হওয়ার রেকর্ডটিও ছিল ৬০ রানের। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকপের ম্যাচে বাংলাদেশেরই মাঠে (চট্টগ্রামে) তাদের ১৫.৩ ওভারে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা।

এ দিকে বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন বাংলাদেশের স্পিনাররা। প্রথম ওভারেই কিউই ওপেনার রাচিন রবিন্দ্রকে ফিরিয়েছেন মেহেদি হাসান। এরপর তৃতীয় ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন সাকিব আল হাসান। চতূর্থ ওভারে নিউজিল্যান্ডকে জোড়া আঘাত দেন নাসুম আহমেদ। সাজঘরে ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লুনডেলকে।

দশম ওভারে আক্রমণে এসেই কিউই অধিনায়ক টম ল্যাথামকে (১৬) ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। পরের ওভারে ফের আঘাত হানেন সাকিব, কোল ম্যাকনচিকে ফেরান শূন্য রানে। পরে সাইফউদ্দিন ফেরান ১৮ রান করা হেনরি নিকোলসকেও। প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩ ওভারে ৭ উইকেটে ৪৯ রান।

কালের আলো/টিআরকে/এসআইএল