১৫-২২ জুলাই শিথিল, ফের ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন

প্রকাশিতঃ 9:17 pm | July 12, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

করোনা মহামারী বিস্তার রোধে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে বলে জানিয়েছেন প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার।

তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলেও জানান তিনি।

সোমবার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে সোমবার ( ১২ জুলাই) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, কোরবানি ঈদ উপলক্ষে সারাদেশে চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করে দেওয়া হয়েছে। বিশেষ করে পশুর হাটে বেচাকেনার বিষয় বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।

চলমান কঠোর বিধিনিষেধ আগামী বুধবার (১৪ জুলাই) রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

কালের আলো/এসজে/এমএইচএ