শিথিল হচ্ছে কঠোর লকডাউন

প্রকাশিতঃ 4:56 pm | July 12, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামী বৃহস্পতিবার থেকে অনেকটাই শিথিল হয়ে যাচ্ছে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন, দোকানপাটসহ প্রায় সবকিছুই চালুর অনুমোদন দেওয়া হতে পারে। একই সঙ্গে কোরবানির হাটও চলবে। এসব বিষয়ে স্বাস্থ্যবিধি অনুয়ায়ী কিছু নিয়ম মেনে চলতে বলা হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় সিদ্ধান্তের ঘোষণা হতে পারে।

একাধিক সূত্র জানিয়েছে, ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশের সব কিছু স্বাভাবিক রাখার ব্যাপারে নমনীয় সরকার। সরকারের উচ্চ পর্যায়ের সবার সঙ্গে বৈঠক করে ঈদকেন্দ্রিক এই শিথিলতা প্রয়োজন বলে মনে করছেন নীতিনির্ধারকরা। মাঠ পর্যায় থেকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত।

এর আগে রবিবার (১১ জুলাই) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, এবারের ঈদ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের কাছে অনেক ধরনের পরামর্শই আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা মিটিং করব। কোভিড-১৯-বিষয়ক জাতীয় কারিগরি কমিটির পরামর্শ নেব। করোনার সংক্রমণ পরিস্থিতি দেখে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি জানান, ঈদে মধ্যে মানুষের চলাচলে বিধিনিষেধ থাকবে। এবার ৭৫ শতাংশ পশু ডিজিটালি বিক্রির চেষ্টা করা হবে। এর সঙ্গে হাট তো থাকতেই হবে। কারণ, সমাজের সব ধরনের মানুষের তো আর ডিজিটাল অ্যাকসেস নেই।

এদিকে, দেশের আকাশে রবিবার (১১ জুলাই) পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২১ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। সার্বিক দিক বিবেচনায় চলমান বিধি-নিষেধ শেষে ঈদের সপ্তাহটিকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কালের আলো/আরএস/এমএইচএস