অক্সিজেন সঙ্কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : ড. কায়কাউস

প্রকাশিতঃ 10:26 am | July 09, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

করোনায় মহামারি থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

তিনি বলেছেন, করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বাড়ছে এ কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে সবাইকে সচেতন হতে হবে। সচেতনার বিকল্প আর নেই। আমরা জানি হাসপাতালগুলোতে যে পরিমাণ ডাক্তার প্রয়োজন তা চাহিদা অপেক্ষা অপ্রতুল। কিন্তু রাতারাতি তো ডাক্তার তৈরি করতে পারব না। যারা এখন ইন্টার্নি ডাক্তার তাদের প্রশিক্ষণের মাধ্যমে কাজে লাগানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন: করোনা পরিস্থিতি ভয়াবহ, অক্সিজেন-বেড বাড়ানোর নির্দেশ

বৃহস্পতিবার (৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ভার্চুয়ালি সভা শেষে মুখ্য সচিব এসব কথা বলেন।

ড. আহমদ কায়কাউস বলেন, সভাটি করা হয়েছে জেলা প্রশাসকদের সঙ্গে, যারা মাঠ প্রশাসনের সঙ্গে সরাসরি যুক্ত। কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হতে পারে, তা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে কোভিড বেডের যেন কোনো ধরনের সঙ্কট না হয় সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

তিনি বলেন, বেসরকারি হাসপাতালে কী পরিমাণ বেড রয়েছে, ডাক্তার রয়েছে তা আমরা পর্যালোচনা করছি। এ ছাড়াও সরকারি ও বেসরকারি হাসপাতালে যেন অক্সিজেনের কোনো সঙ্কট না হয় সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আশা করছি, অক্সিজেন নিয়ে আগামীতে বড় ধরনের সঙ্কট হবে না।

মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, শুধু ডাক্তার আর হাসপাতালের বেড দিয়ে তো করোনা সংক্রমণের সমস্যার সমাধান হবে না। এর জন্য প্রয়োজন প্রত্যেকের নিজস্ব সচেতনতা। আমরা যদি কোনো জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের না হই তা হলে অনেকাংশেই করোনা সংক্রমণ কমিয়ে আনতে সক্ষম হব। আর ঘর থেকে যেন বের হতে না হয় তার জন্য সরকারের পক্ষ থেকে অনেকের জন্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, গ্রামেগঞ্জে যেন অহেতুক মানুষ ঘরের বাইরে না যায় তার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। এরাই মানুষকে উদ্বুদ্ধ করবে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য। আর সরকারের পক্ষ থেকে যা করার তাই করা হচ্ছে। আগামীতেও করা হবে।

কালের আলো/এসবি/এমএম