করোনা পরিস্থিতি ভয়াবহ, অক্সিজেন-বেড বাড়ানোর নির্দেশ

প্রকাশিতঃ 3:40 pm | July 08, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনাভাইরাস। দৈনিক সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার রেকর্ড ২০১ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এমন পরিস্থিতিতে দেশের সব বিভাগ ও জেলা প্রশাসনকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ এবং করোনা রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) দেশের সব বিভাগ ও জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস।

তিনি বলেন, ‌যাদের শরীরে করোনার উপসর্গ আছে তাদের ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করতে হবে।

মুখ্য সচিব বলেন,করোনার প্রথম ঢেউ বা দ্বিতীয় ঢেউয়ের প্রথম দিকে বড় শহর এলাকায় রোগীর সংখ্যা বেশি হলেও এবার আক্রান্ত হচ্ছে মফস্বল বা গ্রামের মানুষ।

এ সময় মুখ্য সচিব অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ হাসপাতালগুলোতে কোভিড-১৯ শয্যা সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

কালের আলো/আরএস/এমএইচএস