মোদির মন্ত্রিসভায় বড় রদবদল, শপথ নিলেন ৪৩ মন্ত্রী
প্রকাশিতঃ 8:42 pm | July 07, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
করোনা মহামারি মোকাবিলা এবং অর্থনৈতিক বিপর্যয়ের সমালোচনা সামাল দিতে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় ৪৩ জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিলেন এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এর মধ্যে নতুন মুখ রয়েছে ৩৬ জন। আর বাকিরা পদোন্নতি পাচ্ছেন।
নতুন মন্ত্রিসভায় প্রাধান্য দেওয়া হয়েছে তারুণ্যকে। নতুন মোদির মন্ত্রিসসভার সদস্য এখন ৭৭। এদের প্রায় অর্ধেকই নতুন।
মহামারি করোনাভাইরাস সংকট মোকাবিলা, পণ্যের দাম বৃদ্ধিসহ বিভিন্ন বিভাগে মোদি সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে। এরই ধারাবাহিকতায় এই রদবদল হচ্ছে।
এর আগে বুধবার বিকেল নাগাদ মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ১২ মন্ত্রী। এদের মধ্যে হাইপ্রোফাইলের ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকর এবং আইন ও বিদ্যুৎমন্ত্রী রবি শংকর প্রসাদ।
কালের আলো/আরএস/এমএইচএস