পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন আজহারী
প্রকাশিতঃ 11:12 pm | April 13, 2021

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার(১৪ এপ্রিল) থেকে রোজা শুরু হচ্ছে। মঙ্গলবার(১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
সে হিসেবে আজ মঙ্গলবার রাতেই তারাবির নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী ৯ মে দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় পবিত্র রমজানে তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন মসজিদের জামাতে। তাই বেশিরভাগ মুসল্লিরা এবারও ঘরেই ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকবেন।
এদিকে পবিত্র রমজান শুরু হওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। বর্তমানে তিনি মালয়েশিয়াতে রয়েছেন।
মঙ্গলবার(১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধায় নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান। স্ট্যাটাসে তিনি লিখেছেন, রমাদান মুবারাক।
আজহারীর স্ট্যাটাসটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে। তার সমর্থক ও শুভাকাঙ্খীরা তাকেও পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সেই স্ট্যাটাসের কমেন্টে।
আজহারীর স্ট্যাটাসে এখন পর্যন্ত ২ লাখ ৬৭ হাজার রিয়েক্ট, ১৭ হাজার কমেন্ট ও ৩ হাজার শেয়ার হয়েছে।
কালের আলো/এসআরকে/এমএইচএস