ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা
প্রকাশিতঃ 5:32 pm | October 13, 2020

কালের আলো সংবাদদাতা:
ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার(১৩ অক্টোবর) দুপুরে অনুপম সাহাকে সভাপতি ও আব্দুল্লাহ আল হাসানকে সাধারণ সম্পাদক করে ৮সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটিতে এ কে শাকিল ও সাকিব আহমেদকে সহ-সভাপতি, আরিফুর রহমান আরিফ ও মুহাইমিনুল ইসলাম আরাফকে যুগ্ম সাধারণ সম্পাদক, মশিউর রহমান মমিন ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ওই কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয় কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
কালের আলো/এসবি/এমএম