কেন যুবলীগ নেতা আজাদ শেখকে হত্যা?

প্রকাশিতঃ 9:49 pm | July 31, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

যুবলীগের রাজনীতি করতেন আজাদ শেখ। ছিলেন ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য। ধর্মমন্ত্রীর ছেলে মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর রহমান শান্ত’র হাত ধরেই রাজনীতিতে উঠে আসেন তিনি। একান্ত অনুগত হিসেবে আজাদের প্রতি শান্ত’র ছিলো প্রগাঢ় স্নেহ।

এরপর তার সঙ্গেই বিরোধের সূত্র ধরেই পক্ষ বদল করেন আজাদ। ধর্মমন্ত্রী পৈত্রিক ভিটা থেকে তাদের বিরোধী হিসেবে আবির্ভাব ঘটে তার। আর বিরোধীতার সূত্র ধরেই প্রকাশ্য দিবালোকে কুপিয়ে, গুলি করে ও জবাই করে নৃশংস এবং পৈশাচিক কায়দায় হত্যা করা হয় তাকে। এমন অভিযোগ আজাদ শেখের পরিবারের।

জানা যায়, আজাদ শেখ গ্রুপ বদল করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও ময়মনসিংহ পৌরসভার মেয়র, মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতা ইকরামুল হক টিটু’র গ্রুপে যোগ পরই মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দেড় মাস যাবত আকুয়া মোড়লপাড়া এলাকায় থেমে থেমে এই দুই পক্ষের মাঝে গন্ডগোল চলছিল। এরই জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আজাদ শেখকে হত্যা করা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন ওঠেছে। সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে গিয়ে পক্ষ বদল করাই যেন কাল হয় তাঁর জন্য। শেষ পর্যন্ত তাকে জীবন দিতে হয়েছে।

এই বিষয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল দলীয় একটি পক্ষের দিকে ইঙ্গিত করে বলেন, আমাদের দলের একটি বিশেষ মহলের প্ররোচনায় এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। পুলিশ দুই পক্ষকে গত কিছুদিন সামাল দিয়েছে।

তিনি বলেন, আজ পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। এজন্য দলের ওপর মহলের কিছু লোক দায়ী। আমি এই হত্যাকান্ডের জড়িতদের এবং মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এই হত্যাকান্ডের ব্যাপারে ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু বলেন, একটি মহল আজাদ শেখকে ব্যবহার করে রাজনৈতিকভাবে ফায়দা লুটেছে। তাঁরাই আজাদ শেখকে যুবলীগের পদে এনেছিল। আজাদ শেখ ওই মহলটির কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে সুস্থ ধারার রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে তাকে চিরতরে শেষ করে দিয়েছে। আমি এই হত্যাকান্ডের জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কালের আলো/ওএইচ

আরও পড়ুন: মহানগর যুবলীগ নেতা আজাদ শেখকে গুলি ও গলা কেটে হত্যা : বাসে আগুন

** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook