মহানগর যুবলীগ নেতা আজাদ শেখকে গুলি ও গলা কেটে হত্যা : বাসে আগুন

প্রকাশিতঃ 9:05 pm | July 31, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ শেখকে (৩৫) গুলি করে ও গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার (৩১ জুলাই) বিকেল ৩ টার দিকে শহরতলীর আকুয়া মড়লপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে, এই ঘটনার জের ধরে নিহত আজাদের বিক্ষোব্ধ অনুসারীরা বিকেল পৌনে ৫ টার দিকে নগরীর চরপাড়া মোড় এলাকায় একটি বাসে এবং আকুয়া এলাকায় একটি বেকারীতে আগুন দিয়ে বিক্ষোভ করে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, সকাল থেকে আকুয়া মড়লপাড়া এলাকায় আজাদ শেখ ও ফরিদ শেখের পক্ষের মাঝে গোলাগুলি চলছিল।

এক পর্যায়ে প্রতিপক্ষ আজাদ শেখকে তুলে নিয়ে যায়। পরে বিকেলে তাকে গুলি ও গলাকাটা অবস্থায় স্থানীয় নাজির বাড়ি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, মহানগর যুবলীগের সদস্য আজাদ শেখ এক সময় ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমানের ছেলে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তের অনুসারী ছিলেন।

এরপর তাঁর সঙ্গে বিরোধের জের ধরে আজাদ শেখ গ্রুপ বদল করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও ময়মনসিংহ পৌরসভার মেয়র, মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতা ইকরামুল হক টিটু’র গ্রুপে যোগ দেন।
আর ফরিদ শেখ মন্ত্রীর ছেলের অনুসারী।

মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দেড় মাস যাবত আকুয়া মোড়লপাড়া এলাকায় থেমে থেমে এই দুই পক্ষের মাঝে গন্ডগোল চলছিল। এরই জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

কালের আলো/ওএইচ