মুজিববর্ষে সংসদ চত্বরে লাগানো হবে ৫০০ গাছ

প্রকাশিতঃ 9:05 am | July 27, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে সংসদ ভবন চত্বরে ৫০০ গাছ লাগানো হবে।

রোববার(২৬ জুলাই) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন করেন করেন।

গত ১৬ জুলাই মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই এক কোটি চারা রোপণ করা হবে। এর ৫০ শতাংশ ফলজ, বাকি ৫০ শতাংশ বনজ, ঔষধি ও শোভাবর্ধণকারী গাছ।

এ কর্মসূচির আওতায় কোনো বিদেশি প্রজাতির গাছের চারা লাগানো হবে না। দেশের প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩২৫টি করে বনজ, ফলদ ও ঔষধি গাছ বিতরণ করতে ইতোমধ্যে বন বিভাগের নার্সারিগুলোতে চারা তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে স্পিকার বলেন, জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। এ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় শিরীন শারমিন একটি আম, একটি অশোক ও একটি নাগেশ্বর চারা রোপণ করেন। পর্যায়ক্রমে সকল সংসদ সদস্য সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান তিনি।

সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, হুইপ ইকবালুর রহিম এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালের আলো/কেএস/এমএইচএ