ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

প্রকাশিতঃ 9:02 pm | July 16, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহসান উল্লাহ খান নোমান (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

রোববার (১৫ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নোমান ১৪টি মাদক মামলার আসামি। এর মধ্যে চারটি মামলায় ওয়ারেন্টভুক্ত। তিনি নগরীর সেনবাড়ি এলাকার মঞ্জুরুল হকের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে নোমানের লোকজন। পরে পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান নোমান।

কালের আলো/ওএইচ