র‌্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহর দায়িত্ব গ্রহণ

প্রকাশিতঃ 10:38 am | July 09, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল আশিক বিল্লাহ।

বুধবার(০৮ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সুজয় সরকার। র‌্যাবের নতুন এই মুখপাত্র লে. কর্নেল সারওয়ার বিন কাশেমের স্থলাভিষিক্ত হয়েছেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখাসহ গোয়েন্দা শাখার দায়িত্ব পালন করছিলেন লে. কর্নেল সারওয়ার। এখন থেকে বাহিনীর গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

লে. কর্নেল আশিক বিল্লাহ গত বছরের ৩ ফেব্রুয়ারি র‌্যাব-২ এর সিও’র দায়িত্ব পান। ক্যাসিনো অভিযান, মোহাম্মদপুর, ধানমন্ডির কিশোর গ্যাংয়ের আধিপত্য বন্ধে ব্যাপক ভূমিকা রাখেন তিনি।

কালের আলো/এসবি/এমএইচএ