ইবির ভর্তি পরীক্ষা ৩ নভেম্বর থেকে শুরু

প্রকাশিতঃ 8:51 pm | July 03, 2018

ইবি সংবাদদাতা, কালের আলো:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ৩ থেকে ৭ই নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১০ টায় উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি এ সিদ্ধান্ত নেয়।

এ বছর থেকে ভর্তি পরীক্ষা ৮ টি ইউনিটের পরিবর্তে ৪ টি ইউনিটের অধীন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ব অনুষদের “এ” ইউনিটের অধীন ৩টি বিভাগ,মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের “বি” ইউনিটের অধীন ১০ টি ও আইন ও শরীয়াহ অনুষদের ৩ টি মোট ১৩ টি বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদের “সি” ইউনিটের অধীন ৬ টি বিভাগ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের “ডি” ইউনিটের অধীন ১১ টি বিভাগ।

কমিটির এ সিদ্ধান্ত এসোসিয়েশন অব ইউনিভার্সিটি পরিষদ (এইউবি) তে পাঠানো হবে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন উর রশীদ আসকারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

এছাড়াও সকল অনুষদের ডীন, বিভাগের সভাপতি, হল প্রভোস্ট,প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা প্রফেসর রেজওয়নুল ইসলাম উপস্থিত ছিলেন।

কালের আলো/এম এইচ কবীর/ওএইচ