ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশিতঃ 11:34 am | July 03, 2018

ময়মনসিংহে শীর্ষ মাদক ব্যবসায়ী বাচ্চু ওরফে ভেবেল বাচ্চু (৪৫) ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
সোমবার রাত পৌনে ৩ টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শহরতলী শম্ভুগঞ্জের চৈতলামারি নয়নের অটোরাইস মিল এলাকায় ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
ওসি বলেন, এ সময় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে পৌছালে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ইট-পাটকেল নিক্ষেপসহ এলোপাথারী গুলি বর্ষণ শুরু করে।
এ সময় ডিবি পুলিশ আত্মরক্ষার্থে টিম ইনচার্জের নির্দেশে পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদক গুলি বর্ষণকারী মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে এলাকা তল্লাশীকালে কুখ্যাত মাদক সম্রাট বাচ্চু ওরফে ভেবেল বাচ্চু(৪৫) কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত মমেক হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এসময় জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল সেলিম এবং রাশেদ আহত হয়। আহত পুলিশ সদস্যদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা ।
ঘটনাস্থল থেকে ২০০পিস ইয়াবা,চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা প্রত্রিুয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
কালের আলো/ওএইচ