ডিএমপির তিন কর্মকর্তাকে রদবদল

প্রকাশিতঃ 8:35 pm | June 03, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এই রদবদল করা হয়।

ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের এসি মো. আশিক হাসানকে তেজগাঁও বিভাগে এবং একই বিভাগের এসি এম এম মঈনুল ইসলামকে পিওএম পূর্ব বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া অপরাধ বিভাগের এসি আরিফুল ইসলাম সরকারকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

কালের আলো/এনএম