মাদক ব্যবসায়ীদের আইনানুগ পন্থায় কঠোর হস্তে দমনের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

প্রকাশিতঃ 12:55 am | June 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করে মাদক ব্যবসায়ীদের আইনানুগ পন্থায় কঠোর হস্তে দমনের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

এতে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, সিপিবি’র কেন্দ্রিয় নেতা মনিরা বেগম অনু, বাসদ কেন্দ্রিয় নেতা ও জেলা ইনচার্জ ইমাম হোসেন খোকন, সিপিবি’র শহর কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত দেবনাথ খোকন, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি তনয় পাল ও ছাত্রফ্রন্টের জেলা সভাপতি মঞ্জুরুল হক মনি।

কালের আলো/ওএইচ