ময়মনসিংহে র্যাবের হাতে দুই মাদক বিক্রেতা আটক
প্রকাশিতঃ 12:49 am | June 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ত্রিশাল থেকে গাঁজাসহ আব্দুল কুদ্দুস (৬০) ও সোহেল (৩০) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
সোমবার (১১ জুন) বিকেলে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার মঠবাড়ি ইউপিস্থ খাগাটি এলাকায় আটককৃত আসামি আব্দুল কুদ্দুস ফকিরের বাড়িতে কতিপয় মাদক ব্যবসায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন খবর পেয়ে রোববার (১০ জুন) দিনগত রাত ১ টার দিকে র্যব-১৪’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার গৌতম দেবের নেতৃত্বে ওই স্থানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৪০০গ্রাম গাঁজা, গাঁজা বিক্রয়ের নগদ, এক হাজার সাতশ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কালের আলো/ওএইচ