এবার এশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ঢাবি
প্রকাশিতঃ 9:06 pm | April 18, 2018

ঢাবি প্রতিবেদক, কালের আলো:
ছাত্রলীগের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ইফফাত জাহান এশা’কে নির্দোষ ঘোষণা করলো । কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাতের বহিষ্কারাদেশ প্রত্যাহারের পাশাপাশি ২৬ ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার ঢাবির শৃঙ্খলা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘ইফফাতের বিরুদ্ধে এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ ছিল। হল প্রশাসন বিষয়টি তদন্ত করে কোনো প্রমাণ পায়নি। ফলে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।’
এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে কবি সুফিয়া কামাল হলে ছাত্রী নির্যাতনের অভিযোগে তাৎক্ষণিকভাবে ইফফাতকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। কোটা সংস্কার আন্দোলনে যোগ দেয়ায় তিন ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতনের অভিযোগ ছিল ওই নেত্রীর বিরুদ্ধে। গভীর রাতে ছাত্রীরা তাকে কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করলে তাকে বহিষ্কার করা হয়।
সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রথমে হল থেকে, পরে ছাত্রলীগ এবং সবশেষে বিশ্ববিদ্যালয় থেকে ইফফাতকে বহিষ্কার করা হয়। কিন্তু ছাত্রলীগ দুদিনের মাথায় বহিষ্কারাদেশ তুলে নেয়। পরে ২৪ নেতাকর্মীকে পাল্টা বহিষ্কার করে তারা। এর মধ্যে ‘নির্যাতনের শিকার’ সেই ছাত্রীও রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সেই পথেই হাঁটলো।
কালের আলো/জেএ/ওএইচ