সাকিবের ভারত সফর নিয়ে সিদ্ধান্ত কাল
প্রকাশিতঃ 10:06 pm | October 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে আলোচনা শেষে সাকিব আল হাসান নিজেই জানিয়েছিলেন মাঠে ফেরার কথা। অথচ এর মাঝে পার হয়ে গেল কয়েকটা দিন। শুরু হয়ে গেছে ভারত সফরের প্রস্তুতি ম্যাচও। কিন্তু দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও দেখা মেলেনি টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের।
এ ছাড়া গত ২২ অক্টোবর বিসিবির অনুমতি ছাড়া একটি টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হন সাকিব। বোর্ডের নিয়ম ভাঙায় সাকিবকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সব প্রশ্ন থেকে নিজেকে আড়ালে রেখেছেন অধিনায়ক। একদিন বাদে ভারত সফরের জন্য ঢাকা ছাড়বে টাইগাররা। তার আগে অধিনায়কের এই লুকোচুরি সংশয় জেগেছে তাঁর ভারত সফরে যাওয়া নিয়ে।
আজ সোমবার দিনভর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবকে নিয়ে কোনো উত্তর মিলেনি। বারবার অনুরোধ করার পরও সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দীর্ঘ অপেক্ষার পর বিসিবির ক্রিকেটার পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, সাকিবের ভারত সফর নিয়ে সব সিদ্ধান্ত হবে আগামীকাল (মঙ্গলবার)।
অবশ্য আকরাম খানের কথার পরও সাকিবকে নিয়ে সংশয় রয়েই গেল। সাকিব ইস্যুতে আকরাম খানের মন্তব্য, ‘সাকিবের ব্যাপারে কালকে (মঙ্গলবার) আমরা বলতে পারব। অনিশ্চয়তা বা এ রকম কিছু অফিসিয়ালি বলছি না। সে যাবে কী যাবে না, এ রকম নানা রকম কথা শুনছি। সে রকম কিছু নয় আসলে। সে কোচের কাছ থেকে অনুমতি নিয়েছে, দুই দিন প্র্যাকটিস করেনি। তবে বোর্ডের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হয়নি। ‘
সাকিবের ইস্যু ছাড়াও এই সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। ইনজুরির কারণে দলে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। সব মিলিয়ে ভারত সফরের একদিন আগেও ঠিক হয়নি চূড়ান্ত দল। সবকিছু ঠিক থাকলে আগামীকাল দুপুরেই জানা যাবে ভারত সফরে কারা যাচ্ছেন।
ভারতের বিপক্ষে আগামী ৩ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। এর পর স্বাগতিকদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।
কালের আলো/এনআর/পিও