অপু বিশ্বাসের ভুল বাংলা উচ্চারণের ভিডিও ভাইরাল!
প্রকাশিতঃ 12:21 am | October 28, 2019

শোবিজ ডেস্ক, কালের আলো:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সেই বক্তব্যের কিছু অংশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে দেখা যায় ‘স্বতঃস্ফূর্তভাবে’ শব্দটি বলতে পারছেন না ঢাকাই ছবির এই নায়িকা। সেটা নিয়েই মজা করছেন সবাই।
সেসময় স্বতঃস্ফূর্ত শব্দটি সরাসরি বলতে না পেরে তিনি একটু পরোক্ষাভাবে বলেন, ‘স্পুতসুত… না কি… কি বলে।’
মূলত অপু বিশ্বাস সেই সময় বলেন, ‘সুন্দর স্বতঃস্ফূর্তভাবে’ ভোটটা দিলাম বলতে গিয়ে বলেন, ‘আজকে মনে হলো যে সত্যিই আমরা শিল্পী এবং সত্যিই শিল্পী সিমিতির সুন্দর… মানে, যাকে কি বলে সুন্দর… স্পুতসুত… না কি… কি বলে, সেই ভাবে একদম নিশ্চিত আমরা ভোটটা দিলাম।
বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘ফেসবুকে কোনটা যে ভাইরাল হয় বলা মুশকীল। শুক্রবার ভোট দিতে এফডিসিতে যাই। সেখানে সবার সঙ্গে সাক্ষাৎ হয়। নানাভাবেই মুড তখন অন্য রকম ছিলো। সে সময় গণমাধ্যমে কাছে হয়তো কোন একটি শব্দ উচ্চারণে সমস্যা হতে পারে। আজ শুনলাম সেটাই নাকী ভাইরাল হয়েছে।’
তবে বিষয়টিকে অতিরঞ্জিরত না করার আহ্বান জানান সবার কাছে।
কালের আলো/এনপি/এমএস