পুলিশী সেবায় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ : ড.মইনুর রহমান চৌধুরী

প্রকাশিতঃ 8:24 pm | October 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

পুলিশী সেবায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এ এন্ড ও) ড. মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার)। তিনি বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে কোনো কাজই একার পক্ষে সম্ভব নয়। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার।’

আরও পড়ুনঃ ভাব নিলে ডিএমপিতে চাকরি করতে পারবেন না : ডিএমপি কমিশনার

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিংডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কমিউনিটি পুলিশিংকে একটি গ্লোবাল কনসেপ্ট বলে মনে করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এ এন্ড ও) ড. মো. মইনুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘বিশ্বের প্রায় প্রতিটি দেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রম রয়েছে। তাবে বাংলাদেশের কমিউনিটি পুলিশিং কার্যক্রমটা একটু ভিন্ন। জনগণ ও পুলিশের একাত্মতায় সোনার বাংলাদেশ গড়তে সাহায্য করবে।’

বরাবরই মেধা ও যুক্তির যুগপৎ সম্মিলন ঘটিয়ে কথা বলেন পুলিশ সদর দপ্তরের এ অতিরিক্ত আইজিপি। বাংলাদেশ পুলিশের অন্যতম শীর্ষ এ কর্মকর্তা এদিনও একইভাবে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশ পুলিশের ২ লক্ষ ১২ হাজার সদস্য কর্মরত রয়েছে।

জাতিসংঘের স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি দেশের ৪০০ জন জনগণের সেবাই একজন পুলিশ। সেখানে আমাদের দেশে প্রতি ৮০০ জনের সেবায় একজন পুলিশ কাজ করছে। এজন্য পুলিশি সেবায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আমরা জঙ্গি-সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছি। সেভাবে মাদকও নিয়ন্ত্রণ করতে পারব। একটি নির্দিষ্ট এলাকায় বিট পুলিশের দায়িত্বে থাকার কারণে মহল্লায় মহল্লায় সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে সরকার কী চায়, পুলিশ কী চায় সেটা যদি জানিয়ে দিতে পারে, তাহলে জঙ্গি সন্ত্রাস নির্মূলে কাজ হবে।’

সমাবেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম শুধু সমালোচনা না করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘কোনো পুলিশ সদস্য স্থায়ীভাবে এক জায়গায় থাকবে না, বদলি হয়ে যাবেন। সেই পুলিশ সদস্যকে তথ্য দিয়ে বা সরাসরি সহযোগিতা করলে সমাজের স্থায়ী উপকার হবে। সহযোগিতা না পেলে সমাজের লোকজনই ক্ষতিগ্রস্ত হবে।’

অনুষ্ঠানে নাট্যজন ইনামুল হক, ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, কৃষ্ণ পদ রায়, মীর রেজাউল আলম ও আবদুল বাতেন বক্তব্য রাখেন। এর আগে দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও বের হয়। শোভাযাত্রাটি রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কালের আলো/আরইএ/এমএইচএ