সাবিলা নূরের বিয়েতে তারকাদের ঢল
প্রকাশিতঃ 3:36 pm | October 26, 2019

শোবিজ ডেস্ক, কালের আলো:
ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সাবিলা নূরের বিয়ে সম্পন্ন হয়েছে শুক্রবার (২৫ অক্টোবর)। দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে শুক্রবার(২৫ অক্টোবর) তার বিয়ে হয়েছে। নেহাল বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী।
গত বৃহস্পতিবার ছিল সাবিলা নূরের গায়েহলুদ অনুষ্ঠান আর শুক্রবার বিয়ে। সাবিলার বিয়ে পরিপূর্ণ ছিল তারকায়। রাজধানীর অফিসার্স ক্লাবে ৭টায় বিয়ে হওয়ার কথা থাকলেও বর দেরি করে আসায় তা জমে ওঠে রাত ১০টায়।
কিছুক্ষণের মধ্যেই আসতে শুরু করেন অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তার স্ত্রী জারা।
এরপর আস্তে আস্তে আসতে শুরু করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সিয়াম আহমেদ আর স্ত্রী অবন্তী, অনিমেষ আইচ ও ভাবনা, রুম্মান রশীদ খান, শবনম ফারিহা ও তার স্বামী অপু, ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার দম্পতি, সামিনা চৌধুরী, রুনা খান, প্রভা, তানজিন তিশা, সাফা কবিরসহ আরও অনেক তারকা। অপূর্ব শুটিংয়ের কারণে আসতে পারেননি বটে, তবে ছেলে আয়াশকে নিয়ে এসেছিলেন স্ত্রী অদিতি।
কালে রআলো/এনআর/এমএম