দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান মেয়র আতিকের

প্রকাশিতঃ 10:45 am | October 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

নিজ নিজ অবস্থান থেকে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, সমাজের সব স্তরে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হোন। মন-মানসিকতার পরিবর্তন করুন। দেশের উন্নয়ন হবে।

শুক্রবার (২৫অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প ট্রেনিং ইনস্টিটিউট (স্কিটি) মিলনায়তনে গীতাঞ্জলি ললিতা একাডেমির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে কালশীতে ড্রেন পরিষ্কার করতে গিয়ে ৩৩টি জাজিম পাওয়া গেছে। একই সঙ্গে ৮০ ট্রাক ডাবের খোশা পাওয়া গেছে। দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে চাইলে মানসিকতা পরিবর্তন করতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলুন। ট্রাফিক আইন-কানুন মেনে চলুন।

অনুষ্ঠানে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে শিল্পী মনিরুল ইসলাম, কবি মুহম্মদ নূরুল হুদা ও অভিনয় শিল্পী ফেরদৌসী মজুমদারকে গীতাঞ্জলি সম্মাননা পদক ২০১৯ প্রদান করা হয়।

গীতাঞ্জলি ললিতকলা একাডেমির উপদেষ্টা দেশবরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক মাহবুব আমিন মিঠু।

এ সময় সম্মাননাপ্রাপ্ত চিত্রশিল্পী মনিরুল ইসলাম ও কবি নূরুল হুদা, অভিনয় শিল্পী আপন আহসান ও আইরিশ গ্রুপের নির্বাহী পরিচালক শহিদুল আলমও বক্তব্য দেন।

আলোচনা ও পদক প্রদান শেষে একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, শনিবার (২৬ অক্টোবর) উত্তরার স্কিটি অডিটরিয়ামে দুইদিনের অনুষ্ঠানে সমাপনী হবে। এতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন প্রধান অতিথি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কালের আলো/এনআর/এমএইচএ