শিক্ষাঙ্গনে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না : শিক্ষামন্ত্রী

প্রকাশিতঃ 10:59 am | October 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের শিক্ষাঙ্গনে কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি বলেছেন, উচ্চ শিক্ষাঙ্গনে কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিতর্কিত কার্মকান্ডের প্রমাণ পাওয়া গেলে, নিজ পদ থেকে অপসারণ ছাড়াও প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার(৩০ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে সুস্পষ্টভাবে এসব কথা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী।

বৈঠকে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। চলতি শিক্ষাবর্ষে দেশের আটটি কৃষি ও কৃষিসংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সভার শুরুর আগেই নানা অনিয়মের অভিযোগ থাকা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে তা হস্তান্তর করেন।

অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রমাণ পেয়ে উপাচার্যকে প্রত্যাহারের সুপারিশ করেছিল বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয়টির ভিসি নাসির উদ্দিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলন বিষয়ে প্রমাণ পেয়েছে ইউজিসি। ভিসি নিয়োগ ও বিভিন্ন উন্নয়ন কাজে দুর্নীতি, প্রশাসনিক কাজে প্রভাব খাটিয়েছেন। আর্থিক নানা অনিয়মের পাশাপাশি তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা মিলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানা বিষয় অতিরঞ্জিত করে মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে বলেও সেখানে উল্লেখ করা হয়।

ওই বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

কালের আলো/এনআর/এমএম