প্লটের আবেদন প্রত্যাহার করলেন রুমিন

প্রকাশিতঃ 6:42 pm | August 27, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা পূর্বাচলে প্লট নেওয়ার আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার(২৭ আগস্ট) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বরাবর এক আবেদনের মাধ্যমে তিনি আবেদন প্রত্যাহার করে নেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) জুয়েল আহম্মেদ বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা প্লট চেয়ে করা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহারের আবেদনটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখনো মন্ত্রী মহোদয়ের কাছে আসেনি, এলে তা বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিএনপির চেয়ারপাসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা প্লটের আবেদন প্রত্যাহার করে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তাঁকে বিএনপি ও তৃণমূলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

কালের আলো/এআর/এমএম