রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য নিহত
প্রকাশিতঃ 9:01 pm | August 18, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাঙামাটিতে সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে নাসিম(১৯) নামে সেনাবাহিনীর এক সৈনিক নিহত হয়েছেন।
রোববার(১৮ আগস্ট) সকালে রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প এর পোয়াইতুমুখ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে: কর্ণেল আব্দুল্লাহ ইবনে জাইদ কালের আলোকে জানান, রোববার সকালে ওই এলাকার সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এসময় সৈনিক নাসিম (১৯) নামে এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
তিনি জানান, আহত সেনাসদস্যকে তৎক্ষণাৎ হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এই ঘটনার পর পোয়াইতুমুখ এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আছে বলেও তিনি জানান।
কালের আলো/এনএল/এমএইচএ