ময়মনসিংহে বেড়েছে ডেঙ্গু রোগী, ভর্তি ১৫৩ জন
প্রকাশিতঃ 11:19 pm | July 31, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
ময়মনসিংহে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের ছাড়া অন্য কোন রোগী নেই।
বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে ১৫৩ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ৯ জন শিশুও রয়েছেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা: এ.বি.মো: শামসুজ্জামান সেলিম সন্ধ্যায় জানান, মঙ্গলবার (৩০ জুলাই) থেকে বুধবার (৩১ জুলাই) পর্যন্ত নতুন ৬৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ১৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা: এ.বি.মো: শামসুজ্জামান সেলিম জানিয়েছিলেন, সোমবার (২৯ জুলাই) হাসপাতালে ৫৬ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে ১৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে। পরে আরো ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। সব মিলিয়ে ওইদিন সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ৬৬ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছিল।
তবে তিনি দাবি করেন, ময়মনসিংহে থেকে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হননি। আক্রান্তদের সবাই ঢাকা ফেরত রোগী। নিজেদের বাড়ি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, ডেঙ্গু সনাক্তকরণ এনএস পরীক্ষা শুরু হয়েছে এ হাসপাতালে। মঙ্গলবার (৩০ জুলাই) থেকে এ পরীক্ষা শুরুর পর প্রথম দিনেই ৮২ জনের পরীক্ষা করলে ৯ জনকে ডেঙ্গু রোগী হিসেবে সনাক্ত করা হয়। বাদ বাকী ৭১ জন ডেঙ্গু নেগেটিভ রিপোর্ট এসেছে।
কালের আলো/এআর/এমএম