ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলনের ডাক দিলেন মেয়র আতিকুল

প্রকাশিতঃ 5:55 pm | July 31, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, সবাইকে ঘর থেকে বের হয়ে মাঠে নেমে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি অনুরোধ করব-আপনারা সবাই আগে আপনাদের বাসার আঙিনা পরিষ্কার করুন।

বুধবার (৩১ জুলাই) গুলশান ২ নম্বর চত্বরে আয়োজিত ডেঙ্গুজ্বর প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক প্রচারণায় অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, সম্প্রতি রাজধানীতে ডেঙ্গুর ব্যাপক প্রকোপের ফলে হাসপাতালে ভিড়ের পাশাপাশি বেড়েছে ওষুধের চাহিদা। এই ব্যাপক চাহিদার সুযোগে ব্যবসা না করে জনসেবায় আত্মনিয়োগ করুন। আমি অনুরোধ করব-এই ডেঙ্গু নিয়ে কেউ কোনো ব্যবসা করবেন না। মানবিক কারণে আমরা সবাই যেন একসঙ্গে কাজ করি কাঁধে কাঁধ মিলিয়ে।

তিনি আরও বলেন, ডিএনসিসির ৪৭টি স্বাস্থ্যকেন্দ্র আছে পাঁচটি মাতৃসদন রয়েছে। এই ৫২টি কেন্দ্রে আমরা কিট (এক ধরনের ডিভাইস) দিয়ে দিয়েছি। বিনামূল্যে এসব কেন্দ্র থেকে আপনারা ডেঙ্গু টেস্ট করতে পারবেন। প্রত্যেক হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করব-আপনারা প্রত্যেক রোগীকে মশারির মধ্যে রাখুন।

মেয়র বলেন, মশা নিধনের গতিবৃদ্ধির জন্য সি‌টি কর্পোরেশ‌নের মশানিধন কর্মী দুজন থেকে বৃদ্ধি করে পাঁচজন করা হবে। এখন থেকে মশা নিধনের জন্য মোটরসাইকেলে করে ওষুধ স্প্রে করা হ‌বে।

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। এ সময় গুলশানের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মেয়র।

কালের আলো/এআর/এমএম