জঙ্গিবাদ নিয়ন্ত্রণে তবে নির্মূল হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 2:09 pm | July 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে তবে নির্মূল সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, দেশে জঙ্গি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও জঙ্গির মূল উৎপাটন কিংবা নির্মূল করতে পারিনি। তাই কিছু কিছু জায়গায় এখনও তারা আক্রমণ করতে চায়।

রোববার(২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, জঙ্গিরা বাইরের কেউ নয়। আগের জঙ্গিরাই নতুন নতুন নাম দিয়ে আত্মপ্রকাশ করে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী এদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

জাতীয় শোক দিবস পালন সংক্রান্ত সার্বিক নিরাপত্তা বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কালের আলো/এআর/এমএম