হালুয়াঘাটে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিতঃ 11:09 pm | July 20, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যার পানিতে ডুবে জিহাদ হোসেন (৪) ও তানজিন আহম্মেদ (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার চকেরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, শিশু তানজিন বাড়ির পাশেই বন্যার পানির স্রোতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে জিহাদও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর তাদের মরদেহ উদ্ধার করে।

কালের আলো/এআর/এমএম