ফের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিজি’র দায়িত্বে জামাল উদ্দিন

প্রকাশিতঃ 8:34 pm | July 18, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ফের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিসিএস প্রশাসন ক্যাডারের গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা জামাল উদ্দিনকে সচিব পদমর্যাদায় চুক্তিতে আরও এক বছরের জন্য এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

চাকরির মেয়াদ শেষে জামাল উদ্দিনের আগামী শনিবার (২০ জুলাই) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। এখন অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে চুক্তিভিত্তিতে এই নিয়োগ পেলেন তিনি।

আগামী রোববার (২১ জুলাই) বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জামাল উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থাকার সময় ২০১৭ সালের ২৯ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান।

কালের আলো/এআর/এমএম