বন্যা মোকাবিলায় তিন বাহিনী প্রস্তুত : সেনাপ্রধান
প্রকাশিতঃ 3:03 pm | July 17, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশে বন্যা পরিস্থিতির অবনতি হলে যেকোনো ধরনের সহযোগিতা দিতে তিন বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
তিনি বলেছেন, বন্যা পরিস্থিতির অবনতি হলে সেনা, বিমান ও নৌবাহিনী সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলে সভায় জানানো হয়েছে। নিজেদের মধ্যে বোঝাপড়া কীভাবে আরো ভালো করা যায়, সে বিষয়েও ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনীর পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় যদি আমাদের প্রয়োজন হয় তবে জেলা প্রশাসকরা যেভাবে চাইবে আমরা সেভাবেই কাজ করব।

প্রসঙ্গত, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেশের বেশির ভাগ নদ-নদীতে বন্যার পানি বাড়ছে। অনেক এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বন্যার ফলে খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে ভুগছেন পানিবন্দি মানুষ। সারা দিন পানিতে চলাফেরা করায় বানভাসিরা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
বন্যার পানিতে ডুবে কুড়িগ্রামে গত দুদিনে শিশুসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেশী দেশ ভারত, চীন ও নেপালে আরো বৃষ্টিপাত হলে এবং ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধি পেলে দেশে বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি জানান, বন্যায় এখন পর্যন্ত ২০ জেলা আক্রান্ত হয়েছে।
কালের আলো/এআর/এমএম