সাদিক কায়েমের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন হামিম
প্রকাশিতঃ 9:03 pm | January 30, 2026
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
‘ডিল’ শব্দ ব্যবহার করে দেওয়া এক বক্তব্যকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।
শুক্রবার (৩০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে তানভীর বারী হামিম এ প্রতিক্রিয়া জানান।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেওয়া এক বক্তব্যে সাদিক কায়েম বলেন, আপনারা হাসিনা হওয়ার চেষ্টা করবেন না। হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবে ডিল করব।
তানভীর বারী হামিম ফেসবুক পোস্টে লেখেন, ‘ডিল’ শব্দের অর্থ সাধারণত চুক্তি হলেও অতীতে ছাত্রলীগের মিছিল করা, নৌকা নৌকা স্লোগান দেওয়া কিংবা বিভিন্ন হল ও অনুষদ কমিটিতে পদ-পদবি পাওয়ার বিনিময়ে ফ্যাসিবাদী শাসনামলে যে সুবিধাভোগের চুক্তি হয়েছিল, সে ধরনের কোনো সুযোগ আর থাকবে না।
তিনি আরও লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সবচেয়ে বেশি গুম, খুন, হামলা ও মামলার শিকার হওয়া একটি সংগঠন। সংগঠনটি সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো গোপন বা ভণ্ড প্রতারক অনুপ্রবেশ করতে না পারে।
এ ছাত্রদল নেতা দাবি করেন, সাদিক কায়েমের বক্তব্যে এখনো ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন রয়েছে। তারা প্রশ্ন তোলেন, নতুন করে তিনি কোনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন কিনা।
প্রতিক্রিয়ায় আরও বলা হয়, ছাত্রদল কখনো আপস বা সমঝোতার রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। নেতারা সাদিক কায়েমকে বক্তব্যে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কণ্ঠে গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির সুর না আনলে ছাত্রলীগের মতো পরিণতির মুখে পড়তে হতে পারে।
কালের আলো/আরডি/এমডিএইচ