আবারও প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান

প্রকাশিতঃ 5:10 pm | January 30, 2026

বগুড়া প্রতিবেদক, কালের আলো:

জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া বরাবরই বিএনপির ঘাঁটি। সেটা আবারও প্রমাণ করতে বগুড়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।

বিএনপির চেয়ারম্যান বলেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।

এসময় আরও বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।

গতকাল বৃহস্পতিবার রাজশাহী ও নওগাঁয় নির্বাচনি জনসভা শেষে বগুড়ায় জনসভা করেন তারেক রহমান। তিনি আজ রংপুরে যাচ্ছেন। রাতে এসে বগুড়ায় থাকবেন। আগামীকাল তার সিরাজগঞ্জে নির্বাচনি জনসভা করার কথা রয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ