আমদানি বেড়েছে ছোলা ও খেজুরের

প্রকাশিতঃ 5:01 pm | January 30, 2026

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

সরকারের আগাম প্রস্তুতি ও ইফতার সামগ্রীর পর্যাপ্ত মজুদ থাকায় স্বস্তি প্রকাশ করছে বিক্রেতারা। গত বছরের তুলনায় এ বছর আমদানি বেড়েছে ছোলা ও খেজুরের। প্রতি বছর সরকার রমজান মাসকে সামনে রেখে ইফতার সামগ্রীর আমদানিতে শুল্ক ছাড় দিয়ে থাকে। এবারের শুল্ক ছাড়ের সুযোগে ব্যবসায়ীরা গত বছরের তুলনায় বেশি আমদানি করেছে। তাই তাদের প্রত্যাশা এই রমজানে ইফতার সামগ্রীর দাম ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য মতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত আমদানিকৃত ছোলা খালাস হয়েছে ২ লাখ ৩ হাজার ৬৭ টন। যা গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ১ লাখ ৩২ হাজার ৬৬৯ টন।

এই হিসেবে গত অর্থবছরের তুলনায় এ বছরের একই সময়ে ৭০ হাজার ৩৯৮ টন ছোলা বেশি আমদানি হয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ফ্রেশ খেজুর আমদানি হয়েছে ৩৭ হাজার ৯৩১ টন। গত অর্থবছরে একই সময়ে আমদানি হয়েছিল ২১ হাজার ৯৮৫ টন। এই হিসেবে গত বছরের তুলনায় এবার ১৫ হাজার ৯৪৫ টন বেশি আমদানি হয়েছে।

রাজধানীর নিউমার্কেটের খেজুর বিক্রেতা গফুর বেপারি বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর খেজুরের দাম কমেছে। এখন ১০ কেজির জাহেদি বিক্রি হচ্ছে ১ হাজার ৮৫০ থেকে ১ হাজার ৯০০ টাকায়, যা গত বছর একই সময়ে বিক্রি হয়েছে ২ হাজার ২০০ টাকা। সৌদিয়া মাশরুক ৫ কেজির দাম মানভেদে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা যা গত বছর একই সময় ছিল ২ হাজার ২০০ টাকা। এখন বস্তাভর্তি ভেজা খেজুর মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩৫-১৪২ টাকায়, যা গত বছর একই সময় ছিল প্রতি কেজি ১৫৫-১৬০ টাকায়।’

রাজধানীর নিউমার্কেটের রমজানের জন্য আগাম ইফতার সামগ্রীর ক্রয় করতে আসা গৃহিণী সাজেদা আক্তার বলেন, ‘রমজান প্রায় চলে আসছে। তাই আগাম প্রস্তুতি হিসেবে কিছু ইফতার সামগ্রী নিয়ে রাখছি। আমি আজকে কিছু খেজুর ছোলা নিয়েছি। দাম স্বাভাবিক মনে হলো। তবে এখনো কিছু দিন বাকি আছে, আমাদের দেশের ব্যবসায়ীরা কখন কি করে বলা যায় না।’

কালের আলো/এমএএইচ/এইচএন