পাকিস্তান সিরিজ দিয়েই সাকিবকে ফেরাতে চায় বিসিবি

প্রকাশিতঃ 2:56 pm | January 30, 2026

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানের খেলার বিষয়টি কঠিন হয়ে পড়ে। একই বছরের জানুয়ারিতে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। সরকার পতনের পর তিনি আর দেশে ফেরেননি।

২০২৪ সালের অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যেতে চেয়েছিলেন সাকিব। সে সময় ফারুক আহমেদের বিসিবি বোর্ডও তাঁকে ফেরানোর ইদ্যোগ নিয়েছিল। তবে শেষ পর্যন্ত আর দেশে ফিরতে পারেননি তিনি। এরপর থেকে আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি তাঁর।

তবে দেশের জার্সিতে খেলার ইচ্ছার কথা সাকিব সমসময়ই প্রকাশ করেছেন। বিসিবিও আকারে ইঙ্গিতে তাঁকে ফেরাতে চেয়েছে। সাকিবকে জাতীয় দলের ফেরানোর আলোচনাটি ফের শুরু হয় গত ২৪ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত হয়্বরা দিনে বিসিবি জানায় সাকিবকে ফেরানোর উদ্যোগ নিয়েছে তারা।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সেদিন সংবাদ সম্মেলনে বলেন, ‘যদি সাকিব আল হাসানের এভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসেবেলেটি; সঙ্গে যে ভেন্যুতে খেলা হবে, ওখানে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তী সময়ে দলে নির্বাচনের জন্য বিবেচনা করবে।’

তিনি আরও বলেছিলেন, ‘তাঁর সঙ্গে আলাপ–আলোচনা হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজেই খেলতে চান কি না? দুইটার জন্য অ্যাভেইলেবল আছেন কি না? তিনি বলেছেন, আছেন। তাঁর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি হয়তো জেনে–বুঝেই সিদ্ধান্ত দিয়েছেন।’

এদিকে আগামী মার্চে ঘরের অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান সিরিজ দিয়েই সাকিবকে ফেরাতে চাইছে বিসিবি, এমনটাই জানা গেছে। সাকিবকে ফেরানোর বিষয় নিয়ে সরকারের সঙ্গে বিসিবি সভাপতি যোগাযোগ শুরু করেছে বলেও জানা গেছে।

এ বিষয়ে দেশের একটি জাতীয় দৈনিককে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেছেন, ‘এ ব্যাপারে আমাদের বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করছি, আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে দেখতে পাব।’

কালের আলো/এসআর/এএএন