স্বাধীনতা বিসিএস শিক্ষা সংসদের অসন্তুষ্টি দূর করা হবে: শিক্ষামন্ত্রী
প্রকাশিতঃ 9:12 pm | May 27, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বাধীনতা বিসিএস শিক্ষা সংসদের অসন্তুষ্টি দূর করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
তিনি বলেছেন, শিক্ষা সদস্যদের এ সংগঠনটির সদস্যদের মধ্যে কিছু অসন্তুষ্টিও ছিল, ইতিমধ্যে যা দূর করার কাজ শুরু হয়েছে।
সোমবার(২৭ মে) ঢাকা অফিসার্স ক্লাবে স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, কর্মক্ষেত্রে স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ সদস্যরা কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছিলেন। তাদের মধ্যে কিছু অসন্তুষ্টিও ছিল, ইতিমধ্যে যা দূর করার কাজ শুরু হয়েছে।
স্বাধীনতা সংসদের নেতারা কর্মক্ষেত্রে তাদের কিছু প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এরপর শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা শুনে খুশী হবেন যে, আপনাদের অসন্তুষ্টি দূর করার উদ্যোগ নিয়েছি।
এসময় স্বাধীনতা সংসদের সব নেতা-কর্মী করতালি দিয়ে মন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানান।

ইফতারে আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, ছাত্রজীবনে আপনাদের একটি রাজনৈতিক পরিচয় ছিলো যা আমরা অবগত আছি। প্রধানমন্ত্রীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ইশতেহার বাস্তবায়নের আপনাদের সাহায্য চাই। আপনাদেরও যে কোনো সমস্যায় আমাদেরকে পাবেন
এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো: সোহরাব হোসাইন ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো: গোলাম ফারুক।
এছাড়া স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের আহ্বায়ক অধ্যাপক মো: নাসির উদ্দিন, সদস্য-সচিব সৈয়দ জাফর আলী, যুগ্ম-আহ্বায়ক বিপুল চন্দ্র সরকার, কে এম কওছার আলী, সদস্য মোহাম্মদ মনিরুল আলম, মো: জাকির হোসেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, চন্দ্র শেখর হালদার, মো: মুকিব মিয়া, মো: জাকির হোসেন, এম এ বাশায়, মো: শাহীনুর ইসলাম, মো: ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এআর/এমএইচএ