মেয়র টিটুর শপথে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রকাশিতঃ 8:33 pm | May 27, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে মো. ইকরামুল হক টিটু শপথগ্রহন করায় আনন্দ মিছিল করেছে আনন্দমোহন কলেজ ছাত্রলীগ।

সোমবার (২৭ মে) দুপুরে এ আনন্দ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর টাউনহলস্থ অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

এতে বক্তব্য রাখেন- আনন্দমোহন কলেজ ছাত্রলীগের আহবায়ক মাহমুদুল হাসান সবুজ, যুগ্ম আহবায়ক ইয়াসির আরাফাত খোকন, মাহফুজুর রহমান ফাহাদ, শেখ সজল প্রমুখ।

আহবায়ক মাহমুদুল হাসান সবুজ বলেন, ‘আজকের এই দিন শুধু আনন্দমোহন কলেজের জন্যই নয় পুরো ময়মনসিংহবাসীর জন্য এক বিশেষ আনন্দের দিন। ময়মনসিংহবাসী আবারও একজন সৎ ও যোগ্য মেয়র পেলো। গত সাড়ে ৯ বছর টিটু ভাই যেভাবে ময়মনসিংহের উন্নয়নে কাজ করেছেন ঠিক তেমনিভাবে আগামীতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় আধুনিক ময়মনসিংহ নগরী গড়তে কাজ করে যাবেন বলে আমরা প্রত্যাশা করছি।’

প্রসঙ্গত, সোমবার (২৭ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সকাল ১০টায় ময়মনসিংহের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। মেয়র ইকরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিটি করপোরেশনের নির্বাচিত ৪৪ জন কাউন্সিলরকে শপথ পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

কালের আলো/ওএইচ