কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো মমেক ছাত্রলীগ

প্রকাশিতঃ 10:38 pm | May 25, 2019

কালের আলো প্রতিবেদক:

কৃষকের লোকসান কমাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ময়মনসিংহের ভালুকা উপজেলার ছিটালপাড়া গ্রামে কৃষক ওসমান মিয়ার পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ।

মমেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল হাসানের নেতৃত্বে ওই কৃষকের ১৪ শতাংশ জমির পাকা ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছে তারা।

কৃষক ওসমানের সাথে কথা হলে তিনি জানান, মেডিকেল কলেজের ছাত্র হয়ে এই রমজান মাসে রোজা রেখে এমন কষ্টের কাজটি করতে দেখে আমি অবাক হয়েছি। তাদের এমন সহযোগীতায় আমি অত্যন্ত উপকৃত হয়েছি। তারা খুব যত্নসহকারে আমার সবটুকু ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি তাদের জন্য দোয়া করি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল হাসান জানান, আমরা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর। ছাত্রলীগ কৃষকের পাশে দাড়াঁনোর সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রলীগের পজেটিভ কর্মকান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম বাড়বে আমরা তৃনমূলের কর্মীরা এটাই প্রত্যাশা করি।

কালের আলো/এএ/আরএম