এক কোটি ৩০ লাখ টাকাসহ জনতা ব্যাংকের ম্যানেজার লাপাত্তা

প্রকাশিতঃ 5:59 pm | October 06, 2025

পাবনা প্রতিবেদক, কালের আলো:

পাবনার ঈশ্বরদীতে এক কোটি ৩০ লাখ টাকাসহ নিখোঁজ রয়েছেন জনতা ব্যাংক পিএলসি পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ। নিখোঁজ ব্যাংক ম্যানেজার খালেদ সাইফুল্লাহ ঈশ্বরদী পৌর এলাকার আব্দুল গফুর শেখের ছেলে।

এর আগে রবিবার দুপুরে নিখোঁজ হন ওই ব্যাংক কর্মকর্তা। সোমবার (০৬ অক্টোবর) সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্টরা। এ ঘটনায় জনতা ব্যাংক পিএলসি ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার দুপুরে ম্যানেজার খালেদ সাইফুল্লাহ আনসার সদস্য মাহবুব আলমকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারে ঈশ্বরদীর জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে এক কোটি টাকা এবং জনতা ব্যাংক দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। পরে তিনি ঈশ্বরদীতে গিয়ে আনসার সদস্যকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যান।

দীর্ঘ সময় পার হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ ও কোনো খোঁজ না পাওয়ায় ব্যাংক কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী আনসার সদস্য মাহবুব জানান, ব্যাংক থেকে টাকা তুলে ঈশ্বরদী ব্র্যাক ব্যাংকের সামনে এসে তিনি আমাকে প্রাইভেটকার থেকে নামিয়ে দেন। আমি তার কথা মতো গাড়ি থেকে নেমে পড়ি। তিনি এরপর গাড়ি নিয়ে চলে যান।

অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার জানান, জনতা ব্যাংক কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, ঘটনার প্রাথমিক তথ্য বিশ্লেষণে ধারণা করা হচ্ছে ব্যাংক ম্যানেজার খালেদ সাইফুল্লাহ নিজ ইচ্ছায় কাজটি করেছেন, আমরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিষয়টি অবগত করেছি তারা তদন্ত করে ব্যবস্থা নেবে।

কালের আলো/আরডি/এমডিএইচ