ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত টাকা ফিরিয়ে আনতে গ্রাহক সমাজের ৫ দাবি
প্রকাশিতঃ 5:41 pm | October 06, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ইসলামী ব্যাংককে ‘আস্থা, বিশ্বাস ও ভালোবাসার’ ব্যাংক হিসেবে উল্লেখ করে গ্রাহক সমাজ দাবি করেছে, ব্যাংক থেকে অবৈধভাবে লুটপাট করা অর্থ ফেরত আনা হবে এবং দায়ীদের আইনগতভাবে জবাবদিহি করতে হবে।
সোনারগাঁ ও উত্তরা শাখার গ্রাহকরা একটি মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন নাজমুল আহসান, কামরুল হাসান, গাজী মনির হোসাইন, আহসান হাবীব, জিয়াউর রহমান, ফিরোজ আলম, আনোয়ার হোসাইন প্রমুখ।
তারা বলেছে, ব্যাংকের প্রতিষ্ঠাতা সুদবর্জিত অর্থনৈতিক ব্যবস্থায় বহু মানুষকে যুক্ত করেছেন। গ্রাহক সমাজ ব্যাংকের সঙ্গে লেনদেন ও বিনিয়োগ করে জীবিকা ও স্বাবলম্ব্য গড়েছে। ব্যাংক দেশে ও দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
কিন্তু গ্রাহকরা অভিযোগ করেছে, গত ফ্যাসিস্ট সরকারের সময় ব্যাংককে দখল করা হয়েছে। প্রায় দেড় লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে। পটিয়া উপজলে অবৈধভাবে ১২ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। আইনবহির্ভূত এই নিয়োগ ও দখলকাজ ব্যাংকের সুনাম নষ্ট করেছে।
গ্রাহকরা পাঁচটি মূল দাবি তুলে ধরেছেন— অবৈধ দখলকারীদের বিরুদ্ধে মামলা দিতে হবে ও গ্রেফতার করতে হবে। লুটপাটকৃত সব অর্থ ফিরিয়ে আনতে হবে এবং যারা অর্থ সরিয়ে নিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। যারা ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করছে ও আইনবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং ক্ষমতাবলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ব্যাংককে পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত করতে হবে এবং অবৈধ নিয়োগকৃতদের অবিলম্বে বরখাস্ত করতে হবে। নতুন দক্ষ জনবল নিয়োগ দিতে হবে, যারা ইসলামী শরিয়া অনুযায়ী দায়িত্ব পালন করবে এবং ব্যাংকটি মর্যাদার আসনে ফিরিয়ে আনবে।
এছাড়া অনুষ্ঠানে গ্রাহকরা ব্যাংকের সুনাম পুনরুদ্ধার ও সুস্থ, ন্যায়সঙ্গত ব্যাংকিং ব্যবস্থার দাবি জানায়।
কালের আলো/এমএএইচ/এমএইচ