বঙ্গভবনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
প্রকাশিতঃ 3:44 pm | October 02, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেন। এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করে আসছেন। এই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ, স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি, বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রতিনিধি এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আনুষ্ঠানিকতা শেষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে তাঁর অব্যাহত সহযোগিতা কামনা করেন।
কালের আলো/এসআর/এএএন