ঈশ্বরগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিতঃ 8:25 pm | May 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা আদায় করেন।
তিনি জানান, র্যাব ১৪ এর নিজস্ব তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বাজার অভিযানে ঈশ্বরগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অপরাধে তৃপ্তি সেমাই কারখানাকে ২৫ হাজার, আকাইদ ফুড প্রোডাক্টস নামক চানাচুর কারখানাকে ৩ হাজার ও এইচ ফুড প্রোডাক্টসকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ৩ বস্তা মেয়াদোত্তীর্ণ ময়দা ধ্বংস করা হয়।
এ সময় র্যাব-১৪’র এএসপি তফিকুল আলম এবং এএসপি মোঃ জসিমউদ্দিন এবং জেলা বাজার কর্মকর্তা ঝিল্লুল বারী ভূইয়া উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ