পুলিশকে কেউ লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে না: নাসিমুল গনি
প্রকাশিতঃ 8:09 pm | August 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, একটি বিধ্বস্ত অবস্থার মধ্যদিয়ে গড়ে ওঠা বাংলাদেশের পুলিশ বাহিনী এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। এই বাহিনীকে আগামীতে কেউ লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে না। পুলিশ কারো ব্যক্তিগত বাহিনী নয়। সম্মানের সাথে মাথা উঁচু করে দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার (৮ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘বর্তমান পরিস্থিতিতে পুলিশের করণীয়’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করীম মল্লিকসহ বিভিন্ন পদবীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজের ওপর অর্পিত দায়িত্ব নির্ভীকভাবে পালন করতে হবে। দেশের মানুষের ক্ষতি করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। এই চেতনা না থাকলে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা যাবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। রাষ্ট্রের সেবা দেওয়া আমাদের দায়িত্ব। লোভ, অহংকারের মতো অসৎ বৈশিষ্ট্য থেকে দূরে থাকতে হবে। কারো অন্যায় আদেশ পালন থেকে নিজেকে বিরত রাখতে হবে। সরকারি কর্মচারীদের কিসের অহংকার? তিনি ধর্মীয় নৈতিক আইনি ভিত্তি ব্যাখ্যা করে সবাইকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার ওপর অর্পিত দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করছে। পুলিশ বাহিনী এদেশের মানুষের কল্যাণে অনেক আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আছে। বিধ্বস্ত অবস্থার মধ্যেও পুলিশ তার কর্তব্য পালনে গাফিলতি করেনি।
কালের আলো/এসআর/এএএন