দেখো দেখো দেখোরে, রঙেরই বাহার…

প্রকাশিতঃ 10:35 am | May 13, 2019

কালের আলো ডেস্ক:

গীষ্মের তীব্র গরমে চারদিকে অতিষ্ঠ মানুষ। গরম যেন কমছেই না, চামড়া পুড়ে যাওয়া গরমে বেশিই হাঁসফাঁস করছে ঢাকায় বসবাসরত মানুষ।

তবে এই গরমে ঢাকার প্রায় সব এলাকাতেই ফুঁটেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচূড়া, সোনালু, লাল সোনালু, ফুরুশ ইত্যাদি ফুল। এই গরমে সেদিক তাকালেও মন জুড়িয়ে যায়।

হেড অব এটিএননিউজ প্রভাষ আমিন নিজের ফেসবুক আইডিতে শুভ সকাল জানিয়ে সবাইকে বেড়িয়ে পড়ার অনুরোধ জানিয়েছেন এসব দেখতে।

তিনি লিখেছেন, শুভ সকাল, প্রকৃতিতে সবসময় একটা ভারসাম্য থাকে। একদিকে যেমন তীব্র গরমে চামড়া পুড়ে যাচ্ছে, অপরদিকে প্রকৃতি যেন রঙের মেলা বসিয়েছে। ঢাকার যেদিকেই তাকাবেন, আপনার চোখ জুড়িয়ে যাবে, চোখে প্রশান্তি অনুভব করবেন। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচূড়া, সোনালু, লাল সোনালু, ফুরুশ, জারুলে মাতামাতি।

এ যেন রঙের বিজ্ঞাপন, ‘দেখো দেখো দেখোরে, রঙেরই বাহার…’।

এ বলে আমাকে দেখো, ও বলে আমাকে। সংসদ ভবন এলাকা, চন্দ্রিমা উদ্যান সড়ক, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, ধানমন্ডি লেক, বোটানিক্যাল গার্ডেন, আফতাবনগর- রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটেছে গ্রীস্মের বর্ণাঢ্য সব ফুল।

তবে জারুলের উচ্ছ্বাস সবচেয়ে বেশি পূর্বাচলের ৩০০ ফুট সড়কে। সড়ক বিভাজকে জারুলের সারি যখন তীব্র গতির গাড়ির সাথে পাল্লা দিয়ে বাতাসে দোল খায়, তখন ছবি তুলতে কষ্ট হয়; কিন্তু মন ভালো হয়ে যায়। আপনিও মন ভালো করতে বেরিয়ে পড়ুন।

কালের আলো/ডিএ/এমএম