রাজস্ব আয় বৃদ্ধিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে ডিএসসিসি

প্রকাশিতঃ 4:44 pm | August 06, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, ডিএসসিসির রাজস্ব আয় বৃদ্ধির জন্য ২০২৫-২৬ অর্থবছরে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নগরবাসীর ওপর বিদ্যমান করহার বৃদ্ধি না করে করজাল বৃদ্ধি এবং রাজস্বের নতুন নতুন উপখাত সৃজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগরভবন মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, সহজ, আধুনিক ও প্রযুক্তি নির্ভর রাজস্ব আদায় ব্যবস্থা গড়ে তুলতে ই-হোল্ডিং ট্যাক্স, ই-ট্রেড লাইসেন্স সেবার আধুনিকায়ন অব্যাহত আছে।  রাজস্ব আয় বৃদ্ধির জন্য বিভিন্ন অঞ্চলের আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার কর পুনঃযাচাই করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যেসব আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা অনৈতিকভাবে কর সুবিধা গ্রহণ করেছিল, সেসব স্থাপনার কর পুনঃমূল্যায়ন করা হবে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় প্রাইভেট হাসপাতাল, প্যারামেডিকেল ইনস্টিটিউট, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদির নিবন্ধিকরণ ফি আদায়ের জন্য প্রবিধান কার্যকর করা হবে। ফলে একদিকে যেমন ডিএসসিসির নিজস্ব উৎস হতে আয় বৃদ্ধি পাবে অন্যদিকে সংশ্লিষ্ট খাতে তদারকি বৃদ্ধি পাবে।

শাহজাহান মিয়া বলেন, সময়মতো হোল্ডিং ট্যাক্স ও রাজস্ব আদায় বৃদ্ধির জন্য অগ্রিম ট্যাক্স প্রদানের ক্ষেত্রে রিবেট প্রদান, আর্থিক বছরের মধ্যে বকেয়াসহ পৌরকর পরিশোধের জন্য গণবিজ্ঞপ্তি প্রদান, তাগিদপত্র প্রেরণ, রেভিনিউ সুপারভাইজার কর্তৃক বাড়ি বাড়ি গিয়ে পৌরকর আদায়, ক্রোক কার্যক্রম পরিচালনা এবং আইন অনুযায়ী রাজস্ব প্রদানে উদ্বুদ্ধকরণে জনসংযোগ অব্যাহত রয়েছে। ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠানে নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও বিদ্যমান মেয়াদ উত্তীর্ণ ট্রেড লাইসেন্স নবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কালের আলো/এসএকে