পল্টন মোড়ে দুই ককটেল বিস্ফোরণ
প্রকাশিতঃ 9:43 pm | July 20, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর পল্টন মোড়ে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (২০ জুলাই) রাত রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত পৌনে আটটার দিকে মোড়ে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে বিস্ফোরণগুলো খুব শক্তিশালী ছিল না। বাজির মতো শব্দ হয়েছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা নেই। ঘটনাস্থলে গিয়ে বড় ধরনের আলামতও পাওয়া যায়নি।
কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাদের ধারণা, কেউ দূর থেকে ককটেলগুলো ফাটিয়েছে।
কালের আলো/এসএকে