সড়কে এমন সব যানবাহন আছে, যা থাকার কথা নয় : সড়ক উপদেষ্টা

প্রকাশিতঃ 6:27 pm | July 20, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশের এমন সব যানবাহন আছে, যেগুলো থাকার কথা ছিল না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, আপনারা জানেন আজ থেকেই মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়িগুলো তুলে নেওয়ার জন্য বিআরটিএর অভিযান চলমান আছে। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কোনো ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করা আমাদের উদ্দেশ্য না। ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়কে থাকলে যানজট তৈরি করে।

রোববার (২০ জুলাই) দুপুরে রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিস এফডিসি কাউন্টারের কাছে বাসে র‌্যাপিড পাস ব্যবহার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, দীর্ঘদিনের অভিযোগ তো আর একদিনে শেষ করা যাবে না। আমরা চেষ্টা করছি কিছু একটা সূচনা করতে। অন্তত আমরা যেন কিছুটা অভিযোগ লাঘব করতে পারি। মেট্রোরেল হওয়াতে জনমনে একটা স্বস্তি হয়েছে এবং যাতায়াতে একটা গতি এসেছে। সড়কেও আমাদের সেই গতিটা আনতে হবে।

তিনি বলেন, আমরা শ্রমিক নেতা শিমুল বিশ্বাসের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়িগুলোকে সরাতে হবে। আমরা সরকারের পক্ষ থেকে বলেছি, বিশেষ রেয়াতি হারে ঋণের ব্যবস্থা করব। কিন্তু মেহেরবানি করে এই বাসগুলো আপনাদের সরাতে হবে। বাস মালিককে ক্ষতিগ্রস্ত করার সরকারের উদ্দেশ্য না।

সড়ক উপদেষ্টা বলেন, যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে হবে। আমরা যদি যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে পারি তবে বর্তমান ব্যবস্থাতেই অনেকটা গতি আসবে। আমাদের একটাই উদ্দেশ্য সড়কের গতি বৃদ্ধি করা। বাইরের দুনিয়াতে যেটা আগে থেকে ছিল সেটা আমরা এখন করতে চাই। টিকিটের জন্য যেন লম্বা লাইন ধরতে না হয় সেজন্য অ্যাপের মাধ্যমে টিকিটিংয়ের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম প্রমুখ।

কালের আলো/এমডিএইচ